খালেদ আহমেদ বলেছিলেন, ম্যাচ পাঁচ দিনে নিয়ে যাবে বাংলাদেশ। তবে সেজন্য ব্যাটারদের ‘সাহায্য’ চেয়েছিলেন এই পেসার। খালেদ তৃতীয় দিনের শেষ বিকালে ঝলক দেখিয়ে বুঝিয়ে দিলেন, ব্যাটাররা নিজেদের কাজ ঠিকঠাক করলে পাঁচ দিনে না যাক, জেতার সম্ভাবনা ভালোভাবেই তৈরি হতো বাংলাদেশের। কিন্তু সেসবের কিছুই হয়নি। আবারও সেই ব্যাটিং-ই ডুবালো বাংলাদেশকে!
অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষেই আসলে ম্যাচের ‘ফল নিষ্পত্তি’ হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিকতার। সেটি ওয়েস্ট ইন্ডিজ করে ফেললো ৭ ওভারেই। ব্যাটিং বিপর্যয়ে প্রথম টেস্টে বাংলাদেশের হার ৭ উইকেটে। চতুর্থ দিনের সকালে জিততে ৩৫ রান দরকার ছিল ক্যারিবিয়ানদের। জন ক্যাম্পবেল ও জার্মেইন ব্ল্যাকউড কোনও বিপদ ছাড়াই লক্ষ্যটা টপকে যান। ফলে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।