1. admin@ultimatenewsbd.com : adminsr : Admin Admin
  2. afridhasan.ahb@gmail.com : Shah Imon : Shah Imon
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্ণ হলো আজ ড. ওয়াজেদ মিয়া দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন: তথ্যমন্ত্রী ঢাকা-কলম্বোর মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর দেশি-বিদেশি চক্রান্ত, নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী কাউকে হয়রানি ডিজিটাল নিরাপত্তা আইনের লক্ষ্য নয়: ওবায়দুল কাদের ঈদ ও পহেলা বৈশাখে কোনও ধরনের নাশকতার হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে সিজারে জন্মদান বেশি কেন খতিয়ে দেখা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে ‘ডেইরি আইকন’ পুরস্কার পেলো নারায়ণগঞ্জের তাহমিনা ডেইরি ফার্ম জজ হয়ে বিচার বিক্রি করলেই ব্যবস্থা: প্রধান বিচারপতি চট্টগ্রাম ও পায়রা বন্দরে নতুন চেয়ারম্যান বাণিজ্য প্রসারে একসাথে কাজ করবে ইরান-বাংলাদেশ

৭ আগস্ট নারায়ণগঞ্জের ৭১টি কেন্দ্রে চলবে গণটিকা প্রদান কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ultimatenewsbd.com
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১৫৯

আগামী ৭ আগস্ট নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকা প্রদান কার্যক্রম চলবে। এই কার্যক্রম একদিন চলার পর আবার ১৪ আগস্ট গণটিকা প্রদান কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে একটি করে কেন্দ্র এবং পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আরও ৪৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে। এইসব কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা গ্রহণ করা যাবে। প্রথম দিন গণটিকা কার্যক্রম পরিচালনা মতো পর্যাপ্ত টিকা জেলায় মজুদ রয়েছে বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগের শীর্ষ এই কর্মকর্তা।

গত বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর জানায়, সবাইকে টিকার আওতায় আনতে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলবে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণহারে টিকা কার্যক্রম পরিচালনায় ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হলেও হঠাৎ করেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। ৬ দিনের পরিবর্তে এখন মাত্র একদিন করা হবে এই ক্যাস্পেইন। এরপর ১৪ আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদে অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হবে। সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডে একটি করে কেন্দ্র থাকবে। অন্যদিকে ইউনিয়ন পর্যায়ে একটি ইউনিয়নে একটিমাত্র কেন্দ্র থাকবে। এইসব কেন্দ্রে কেবল জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলে টিকা গ্রহণ করা যাবে। এক্ষেত্রে পূর্বে রেজিস্ট্রেশন করে মোবাইলে ম্যাসেজ পাওয়া জরুরি নয়। তবে যারা পূর্বে রেজিস্ট্রেশন করেছেন এবং মোবাইলের ম্যাসেজে টিকা গ্রহণের তারিখ দেওয়া হয়েছে তাদের হাসপাতাল কেন্দ্রগুলোতে টিকা গ্রহণের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

তিনি আরও জানান, সিটি কর্পোরেশন এলাকায় মর্ডানার টিকা দেওয়া হবে। এছাড়া উপজেলা অর্থ্যাৎ ইউনিয়ন পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া হবে। একই সাথে হাসপাতাল কেন্দ্রগুলোতেও টিকাদান কার্যক্রম নিয়মিতভাবে চলবে। যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন কিন্তু দ্বিতীয় ডোজ এখনও গ্রহণ করেননি, তাদের ম্যাসেজ পাঠানো হবে। ম্যাসেজ অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন বলে জানান ডা. ইমতিয়াজ।

তিনি আরও বলেন, করোনা রোগীদের চিকিৎসার জন্য জেলায় পর্যাপ্ত শয্যা রয়েছে। কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দশটি আইসিইউসহ ১২০টি শয্যা রয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে ২০টি করে আইসোলেশন শয্যা রয়েছে। সেখানে অক্সিজেন দেওয়ারও সুবিধা রাখা হয়েছে। জেলায় বিদ্যমান পরিস্থিতিতে পর্যাপ্ত শয্যা রয়েছে বলে দাবি তার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© আল্টিমেট কমিউনিকেশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান   ***চলছে পরীক্ষামূলক কার্যক্রম***
Theme Customized BY LatestNews