1. admin@ultimatenewsbd.com : adminsr : Admin Admin
  2. afridhasan.ahb@gmail.com : Shah Imon : Shah Imon
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আবারো ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধন করবে বিএনপি ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ: কাদের অবসরের ৩ বছরের মধ্যে সংসদ নির্বাচন করতে পারবেন না সরকারি কর্মকর্তারা: হাইকোর্ট জামালপুর ৪ আসনে মুরাদ হাসানের মনোনয়ন বৈধ যুক্তরাষ্ট্রের উচিত স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা: তথ্যমন্ত্রী অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ, আশ্বস্ত করলেন সিইসি ভূমি ব্যবহারে মহাপরিকল্পনা করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ২৮৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী হলেন যারা অনুমতি ছাড়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য নেওয়া যাবে না: মন্ত্রিপরিষদ ৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা নারায়ণগঞ্জে ৭ জনের মনোনয়নপত্র বাতিল

২১ বছরে ঐতিহ্য, চলবে ৭ দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব’

নিজস্ব প্রতিবেদক, ultimatenewsbd.com
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ২১৩

২০ বছর পূর্ণ করে ২১তম বছরে পদার্পণ করেছে সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য।  এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডি এলাকায় বেঙ্গল বই প্রাঙ্গণে চলবে সাত দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব, ২০২০’।

লেখক, পাঠক, শুভানুধ্যায়ী ও সংবাদকর্মীদের ব্যাপক উৎসাহে ঐতিহ্য এরই মধ্যে প্রকাশ করেছে চেনা, কম চেনা এবং অচেনা লেখকদের লক্ষাধিক পৃষ্ঠার সহস্রাধিক বই। বাংলাদেশের সৃজনশীল প্রকাশনায় যা ইতিবাচক প্রভাব ফেলেছে এবং পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।  

ক্যাবল টিভি, মোবাইল, ইন্টারনেট ও ডিভাইসের যুগে সৃজনশীল বই প্রকাশনাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ঐতিহ্য প্রকাশ করে চলেছে বিষয়বৈচিত্র্যপূর্ণ বই ও সঙ্গে কালজয়ী চিরায়ত বাংলা সাহিত্যের রচনাবলি।  

করোনাকালেও ঐতিহ্য প্রকাশ করে চলেছে বিষয়বৈচিত্র্যপূর্ণ একাধিক বই। ২২০০০+ পৃষ্ঠার ৩০ খণ্ড রবীন্দ্র-রচনাবলি ছাড়াও বিভূতিভূষণ, মানিক, জীবনানন্দ, শরৎ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও আল মাহমুদ রচনাবলি পাঠকমহলে দিয়েছে মানসম্পন্ন রচনাবলি সহজে সংগ্রহের সুযোগ। এ ডিসেম্বরেই প্রকাশিত হতে যাচ্ছে প্রমথ চৌধুরী- রচনাবলি। কাজ চলছে আরও বেশ কিছু রচনাবলি প্রকাশের। ঐতিহ্য তার অর্জনের সবটুকু গৌরব ভাগ করে নিতে চায় পাঠকদের সঙ্গে।  

ঐতিহ্য প্রতিবছর আয়োজন করে চলেছে বুক রিভিউ প্রতিযোগিতা, নির্বাচিত পাঠাগারকে বই অনুদানসহ দেশব্যাপী বই উৎসবের। প্রতি বছর ঢাকা এবং ঢাকার বাইরে ঐতিহ্য আয়োজন করে একক বই উৎসবের। যার প্রতি পাঠকদের তুমুল আগ্রহ লক্ষ্য করা যায়। বর্তমান করোনাকালে এ ধরনের আয়োজন অনেকটা কষ্টসাধ্য। তবুও পাঠকদের উপর্যুপরি অনুরোধের পরিপ্রেক্ষিতে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ১ ডিসেম্বর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের বেঙ্গল বই প্রাঙ্গণে সকাল ১১টায় শুরু হতে যাচ্ছে সাতদিনের এ বই উৎসব। এ বই উৎসব চলবে ৭ ডিসেম্বর, ২০২০ (সোমবার) পর্যন্ত।  

এ উৎসবে পাঠকরা ঐতিহ্য প্রকাশিত সহস্রাধিক বই কিনতে পারবেন ৫০% পর্যন্ত ছাড়ে, রচনাবলিতেও থাকবে বিশেষ ছাড়। এছাড়া বিকাশ পেমেন্টে থাকছে আনলিমিটেড ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং ক্রেডিট/ডেবিট কার্ডে পেমেন্টের সুযোগ।  

বই উৎসব উপলক্ষ্যে ঐতিহ্য প্রকাশ করেছে চারটি নতুন বই। অনলাইনে কেনার ক্ষেত্রেও থাকছে ছাড় ও বিকাশ ক্যাশব্যাক সুবিধা। প্রকাশনার ২০ বছরে ঐতিহ্য শুধুমাত্র মানসম্মত বই প্রকাশ করেই থেমে থাকেনি, পাঠকের হাতে বইটি দ্রুততম সময়ে এবং সহজলভ্যভাবে তুলে দিতেও সমান মনযোগ দিয়েছে। পাঠকের সঙ্গে এ আন্তরিক মেলবন্ধনই ঐতিহ্যের শক্তি। তারই ধারাবাহিকতায় বইয়ের বিপণন এবং পাঠকের হাতের নাগালে বই সহজে পৌঁছে দেওয়ার প্রয়াসে ঐতিহ্য ২০২০ সালের জানুয়ারি মাসে শুরু করেছে বই বিপণন প্রতিষ্ঠান ‘নির্বাচিত’, ঢাকায় দু’টি, সিলেট, বরিশাল, খুলনা, যশোরে ছয়টি শাখায় পাওয়া যাচ্ছে দেশ-বিদেশের সুনির্বাচিত বই।

ডিসেম্বর মাসেই যাত্রা শুরু করবে নির্বাচিত’র সপ্তম শাখা কুমিল্লায়। ঐতিহ্য আশা করে, পূর্বের ন্যায় পাঠক, শুভানুধ্যায়ী ও সংবাদকর্মীদের উৎসাহে উৎসবটি সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। বই উৎসব কোনো বিরতি ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।  

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© আল্টিমেট কমিউনিকেশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান   ***চলছে পরীক্ষামূলক কার্যক্রম***
Theme Customized BY LatestNews