ভোলার মনপুরা উপজেলাধীন চর পিয়াল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যাওয়া একটি মাছধরার ট্রলারে থাকা ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। গত শুক্রবার দিবাগত রাতে তাদের উদ্ধার করা হয়।
শনিবার (২৪ জুলাই) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, ভোলা জেলার মনপুরা চর পিয়াল এলাকায় একটি ইঞ্জিনচালিত মাছধরার ট্রলার বিকল হয়ে ডুবে যাওয়ার তথ্য পাওয়া যায়।
তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি আউটপোস্ট মনপুরা ও বিসিজি আউটপোস্ট চরমানিকা অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ১৬ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।