ঈদের পর আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ১৪ দিনের কঠোর লকডাউনে নির্দিষ্ট কিছু শিল্প-কারখানা খোলা রাখার ঘোষণা দিয়েছে সরকার। তবে, এ সময় গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার (১৯ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়- চাল, ভোজ্যতেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য উৎপাদনের কারখানা খোলা থাকবে। এ ছাড়া কঠোর বিধিনিষেধের আওতার বাইরে থাকবে, কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট কার্যক্রম, ঔষধ, অক্সিজেন ও কভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প।
মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের কপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সকল মন্ত্রণালয়ের সচিব, ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবরে পাঠানো হয়েছে।