হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মোইজকে হত্যার সঙ্গে বিদেশি হিট স্কোয়াড জড়িত বলে দাবি করেছে দেশটির পুলিশ। এই দলে ছিল ২৮ জন বিদেশি ভাড়াটে খুনি। এরমধ্যে রয়েছে কলোম্বিয়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্যরাও। তাদের মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছে ৩ সন্দেহভাজন। এখনো ৮ জনকে খুঁজছে পুলিশ। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের গণমাধ্যমের সামনে আনা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোকেও প্রদর্শন করা হয় সেখানে। তবে এখনো এটি নিশ্চিত নয় যে, কার নির্দেশে এই হামলা পরিচালনা করা হয়েছিল কিংবা প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্য কী ছিল। বুধবার মাঝরাতে প্রেসিডেন্ট মোইজের বাড়িতে প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করা হয়। তার শরীরে ১২টি গুলি পাওয়া গিয়েছিল।