1. admin@ultimatenewsbd.com : adminsr : Admin Admin
  2. afridhasan.ahb@gmail.com : Shah Imon : Shah Imon
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ, পোড়া লাশগুলোর জায়গা হচ্ছে না ঢামেকের মর্গে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১৩৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় আগুনে পোড়া মরদেহগুলোর জায়গা হচ্ছে না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

কয়েকটি লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা। শুক্রবার মধ্যরাতে তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সব মৃতদেহের ময়না তদন্ত হয়েছে।

“এখন মৃতদেহগুলো সরানোর জন্য বলা হয়েছে। কারণ মর্গে পর্যাপ্ত জায়গা নেই। আর এতোগুলো মৃতদেহ রাখলে অন্য কাজ ব্যহত হবে বলা হচ্ছে।”

পুলিশের এই কর্মকর্তা বলেন, মৃতদেহগুলোর মধ্যে ১৫টি শনিবার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্থানান্তর করা হবে। ৮টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের লাশ ঘরে রাখা হবে।

“বাকিগুলো আপাতত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেই থাকবে।”

তবে এসব মৃতদেহ কতদিন এভাবে রাখা যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করে হুমায়ুন বলেন, স্বজনদের বুঝিয়ে দেওয়া ছাড়া মৃতদেহগুলো নিয়ে আর কোনো কাজ নেই। কিন্তু ডিএনএ পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত বুঝিয়ে দেওয়ার সুযোগ নেই।

“এ ব্যাপারে কি করা যায় সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত নিতে হবে।”

তবে দাফন করার সময় কবরে নম্বর দেওয়া হলে পরে ডিএনএ ফলাফল পাওয়ার পর স্বজনরা সেই নম্বর অনুযায়ী মৃত স্বজনের কবর বেছে নিতে পারবে বলে জানান তিনি।

এরই মধ্যে সিআইডি বলেছে, মৃতদেহগুলো স্বজনদের বুঝিয়ে দিতে অন্তত ২১ দিন লাগবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর

© আল্টিমেট কমিউনিকেশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান   ***চলছে পরীক্ষামূলক কার্যক্রম***
Theme Customized BY LatestNews