সিলেটে বিশ্বনাথে সুরমা নদী থেকে আব্দুল মালেক (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ জুলাই) দুপুরে উপজেলার লামাকাজী এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে লামাকাজি এলাকায় সুরমা নদীতে মরদেহ ভাসতে দেখে লোকজন বিশ্বানাথ থানায় খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে লামাকাজী এলাকায় সুরমা নদীতে মালেকসহ কয়েকজন নৌকায় বসে জুয়া খেলছিলেন। গ্রামের লোকজন গরু চোর সন্দেহে চিৎকার করলে অন্যান্য সাঁতার কেটে পালিয়ে গেলেও মালেক নদীতে নিখোঁজ ছিলেন। সুরতহালে তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।