মা হওয়ার পর রিয়েলিটি শোয়ের হাত ধরে কাজের জগতে ফিরেছিলেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি। এবার সিনেমার শুটিং সেটে ফিরলেন।
আগামী মাসে এক বছর পূর্ণ করবে শুভশ্রীর ছেলে ইউভান। ছেলে এক বছরে পা দেওয়ার আগেই সিনেমার শুটিংয়ে ফিরলেন মা শুভশ্রী।
কয়েক দিন আগে ফটোশুটে তাক লাগিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি আর এবার সোজা শুটিং সেটে নায়িকা। এই সিনেমায় শুভশ্রীর নায়ক অঙ্কুশ হাজরা।
২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমায় প্রথম বার পর্দায় দেখা গেছে অঙ্কুশ-শুভশ্রী জুটিকে। সাত বছর পর রুপালি পর্দায় ফিরতে চলেছে অঙ্কুশ-শুভশ্রী জুটি। পরিচালক বাবা যাদবের সুপারন্যাচারাল থ্রিলারে একসঙ্গে কাজ করছেন তাঁরা।
২০১৯ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল এই সিনেমার শুটিং। এখনও নাম ঠিক হয়নি অবশ্য। তবে ফার্স্ট লুক পোস্টারে এ জুটির রসায়ন মুগ্ধ করেছিল নেটিজেনদের। বাবা যাদবের এই সিনেমার সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলি