মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ায় ২ জন, ২০ জন আহত, বরিশালে ২ জন নিহত, ময়মনসিংহে ২ জন নিহত ও ৪ জন আহত ৪, ফরিদপুরে ১ জন নিহত ও ১ জন আহত এবং ব্রাহ্মণবাড়িয়ায় ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জুলাই) সকালে ও দুপুরে কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
পুলিশ জানায়, দুপুরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের লালন শাহ সেতুর টোল প্লাজার কাছে ভিলকির পুল এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। এ ঘটনায় আহত হন বাসের অন্তত ২০ জন যাত্রী। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এবং সকালে কুষ্টিয়া-পোড়াদহ সড়কের খাজানগর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হন।
বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে সড়কের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাইচখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত কামরুল ও হোসাইন ঢাকায় চাকরি করেন। তারা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সকাল ১০টার দিকে ঘটনাস্থালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদান্তের জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুরে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।
পুলিশ জানায়, গৌরীপুরে উপজেলার রামগোপালপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া অটোরিকশার সঙ্গে ভৈরব থেকে ছেড়ে আসা একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। তাছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারী মারা যান।
দুর্ঘটনায় আহত হওয়া আরও চারজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী।
মঙ্গলবার সকালে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গীবাজার এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তারা দুইজন ঈদ উপলক্ষে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছিলেন। নিহত ব্যক্তির নাম শাহীন হাওলাদার। আহতের নাম মেহেদী হাসান (৩০)।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ডের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।