নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমার ছোট ভাই নজরুল ইসলাম বাবু ছাত্র রাজনীতি থেকে শুরু করে সেন্ট্রাল রাজনীতি হয়ে এখন সাংসদের দায়িত্ব পালন করছেন। সে আরো বড় হোক এই প্রত্যাশা করি। এমপি বাবুর কথার রেশ ধরে বলতে চাই, সত্যকে সত্য বলো মিথ্যাকে মিথ্যা বলো। সাদাকে সাদা বলা কালোকে কাল বলা এই মানসিকতাটা আমাদের অনেকের মধ্যে নাই। আমরা ব্যক্তি রেশারেশির কারণে কোন ব্যক্তিকে পছন্দনা বলে তার কর্মকান্ডকে বিতর্কিত করে দেই। তার ভাল কাজকেও আমরা বিতর্কিত করে দেই। এই জায়গা থেকে আমরা যেন উঠে আসি। বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা যারা সাংবাদিক যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে চান তাদেরই যেন আগে জবাবদিহিতা থাকে নিজের কাছে নিজের। যে আমি যে কলমটা ধরছি সেটা কতটুকু সত্য বা মিথ্যা। আমার এই কলম ধরার মধ্য দিয়ে লিখনির মধ্য দিয়ে একজন নিষ্পাপ মানুষকে অপরাধী করে তুলছি কিনা। একজন নারীকে কতদূর অসম্মানিত করছি কিংবা সম্মানিত করছি সেটাও চিন্তা করা দরকার। কারণ আমাদের সকলেরই কিন্তু মা বোন আছে। বাবুর যে অভিযোগ ঠিক বলবোনা তার কষ্টের কথাটা সে বলেছে।
৩০ নভেম্বর সোমবার বিকেলে শহরের সিনেমন রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ষষ্ঠ তলা ও লিফ্ট উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, এই শহরে ১৭ বছরে অনেক লাঞ্ছনা অনেক অপমান অনেক অসম্মান আমাকে সহ্য করতে হয়েছে আপনাদের মাধ্যমে আপনাদের পত্রিকার মাধ্যমে। যখন নতুন ছিলাম নেগেটিভলি নিয়েছি বুঝে উঠতে পারিনি, তারপর থেকে কোন কিছুই নেগেটিভ নেই নাই সবই পজিটিভ নিয়েছি। ইনশাআল্লাহ আমি মনে করি কামিয়াব হয়েছি, আমি আমার জায়গায় ঠিক আছি।
মেয়র বলেন, সাংবাদিক আপনাদের মধ্যে ডিভিশন থাকলে মনমালিন্য থাকলে আমাদের কষ্ট হয়ে যায়। আপনাদের সাথে কথা বলা অথবা যে লবিং আছে সেটা মেইনটেন করতে গিয়ে সমস্যা হয়ে যায়। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলে আপনারা যেন একসাথে মিলে মিশে কাজ করেন। আপনাদের কাছে সঠিক সার্ভিস চাই। এবং সমালোচনা অবশ্যই করবেন। তবে সেই সমালোচনা যেন গঠনমূলক হয়, বস্তুনিষ্ঠ হয়, সত্য হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম সহ প্রমুখ।