ঢাকার সায়েন্স ল্যাব ও চট্টগ্রামের সীতাকুণ্ডের বিস্ফোরণের জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো মিল, কারখানা ও অফিসে অগ্নি নিরাপত্তা ও বিস্ফোরণ প্রতিরোধমূলক ব্যবস্থা পর্যবেক্ষণ ও নিশ্চিত করতে ব্যর্থ হলে এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। সরকারি সংস্থাগুলো সেই ব্যবস্থা এবং পদক্ষেপ নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাই সরকারের ব্যর্থতার কারণে এ ধরনের বিস্ফোরণ ঘটছে।
রবিবার (০৫ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি ও গণতান্ত্রিক বাম ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গতকাল সীতাকুণ্ডে একটি বিস্ফোরণ হয়েছে এবং আজ ঢাকায় আরেকটি বিস্ফোরণ হয়েছে, আমাদের প্রশ্ন হচ্ছে কেন এসব বিস্ফোরণ ঘটছে?
তিনি বলেন, বিভিন্ন কারখানায় বারবার বিস্ফোরণ ঘটিয়ে বহু প্রাণহানির মূল কারণ উদঘাটন করা প্রয়োজন।
তিনি ঢাকা ও চট্টগ্রামে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
আজ রবিবার সকালে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণ ও পরবর্তীতে অগ্নিকাণ্ডে একটি ভবন আংশিক ধসে তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। এর আগে গতকাল শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদম রসুল (কেশবপুর) এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।