নিট পোশাক খাতের উদ্যোক্তাদের আর্থিক ক্ষতি হলেও সরকারের দেওয়া ১৪ দিনের লকডাউন মানার আহ্বান জানিয়েছেন এ খাতের সংগঠন বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান।
একই সঙ্গে লকডাউনের পর ক্ষতি পুষিয়ে নিতে প্রধানমন্ত্রীর কাছে পুনরায় প্রণোদনার জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ জুলাই) এক চিঠির মাধ্যমে তিনি বিকেএমইএ’র সদস্যদের এ আহ্বান জানান।
চিঠিতে বলা হয়, করোনার প্রথম ধাপের লকডাউন চলাকালে ও শিল্প কারখানা ব্যাংকিং সেবা আমদানি-রপ্তানি কার্যক্রম চালু ছিল। আর এই সুযোগ নিয়ে শিল্পোদ্যোক্তারা অনেক কষ্ট করে আর্থিক ক্ষতি হবে জেনেও কারখানা চালু রেখে পণ্য রপ্তানি করছে। কিন্তু করোনার দ্বিতীয় ধাপের বর্তমান ভেরিয়েন্ট অত্যন্ত মারাত্মক। তাই সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা করে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত লকডাউনের পদক্ষেপ নিয়েছে। আমাদের শিল্প-কারখানাগুলো এ লকডাউনের আওতায় বাহিরে নয়।
তাই আর্থিক ক্ষতি হবে জেনেও দেশের মানুষকে বাঁচাবার জন্য এ কঠোর লকডাউন আমাদের মেনে চলতে হবে। এতে রপ্তানি পরিকল্পনায় ব্যাঘাত ঘটল করোনামুক্ত ব্যবসা পরিচালনার জন্য এ ত্যাগ স্বীকার করতে হবে।