চলমান কড়া বিধিনিষেধের মধ্যেও সরকারি নির্দেশনা অমাণ্য করে নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার কার্যক্রম চালু রেখেছে মালিকপক্ষ। নিষেধাজ্ঞা থাকার পরও কারখানায় জোর করে কাজ করানো হচ্ছে শ্রমিকদের।
চলমান কড়া বিধিনিষেধের মধ্যেও সরকারি নির্দেশনা অমাণ্য করে নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার কার্যক্রম চালু রেখেছে মালিকপক্ষ। নিষেধাজ্ঞা থাকার পরও কারখানায় জোর করে কাজ করানো হচ্ছে শ্রমিকদের।
চলমান কড়া বিধিনিষেধের মধ্যেও সরকারি নির্দেশনা অমাণ্য করে নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার কার্যক্রম চালু রেখেছে মালিকপক্ষ। নিষেধাজ্ঞা থাকার পরও কারখানায় জোর করে কাজ করানো হচ্ছে শ্রমিকদের।
সোমবার (২৬ জুলাই) বিকেলে সে কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, ইউরোটেক্স শুধু ঈদের দিন বন্ধ ছিল। ঈদের পরদিন থেকে টেক্সটাইল ও ডাইং বিভাগসহ কারখানা চালু করা হয়। সরকার ও বিকেএমইএ’র নির্দেশনা অমান্য করে চাকরিচ্যুতের ভয় দেখিয়ে শ্রমিকদের কাজে বাধ্য করা হচ্ছে। এমনকি মানা হচ্ছে না কোনো প্রকার স্বাস্থ্যবিধি। করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন শ্রমিকরা।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন বলেন, লকডাউনের বিধিনিষেধে সকল শিল্প কারখানা বন্ধ রাখার নির্দেশনা থাকলেও মালিকরা তা মানছে না। তারা সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কারখানা খোলা রেখেছে।
শাহীন আরো বলেন, রাষ্ট্রীয় নির্দেশনা ভঙ্গকারী মালিকের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করে শাস্তি প্রদানসহ কারখানাটির উৎপাদন বন্ধ করার অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের ম্যানেজার মো. বাশার বলেন, কারখানার কয়েকটি বিভাগ চালু ছিল। তবে, সোমবার সন্ধ্যা থেকে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।