নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর ও তার সহপরিবার সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা এই শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।
রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্য এসব কথা বলেন৷
ডা. আইভী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করছি আজকের এই শোক দিবসে। শোক আমাদের শক্তিতে পরিণত হোক। আমাদের চালিকা শক্তি হোক এই কামনা করছি। আত্মার মাগফেরাত কামনা করছি।’
সিটি মেয়র আরও বলেন, ‘আমাদের আগামী বাংলাদেশকে যে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী, সে নির্দেশনা অনুযায়ী আমাদের কাজ করাই হবে আমাদের আগামী দিনের শপথ। আমরা চাই এই সোনার বাংলাকে রাজাকার মুক্ত করে প্রধানমন্ত্রী যেভাবে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বে এগিয়ে নিয়ে যাওয়া৷ এবং তার উন্নয়নে অংশীদার হওয়া। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আওয়ামী লীগ এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে থাকবে৷’