হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবু নগরী মারা গেছেন।
দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস নদভী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে অসুস্থ অবস্থায় তাকে হাটহাজারী মাদ্রাসা থেকে চট্টগ্রাম মহানগরের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে ভর্তি করা হয়। বেলা পৌনে ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
জুনায়েদ বাবুনগরীর জানাজার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। রাত ১১টায় চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরআগে সাড়ে সাতটায় জানাজার সময় ঘোষণা করা হয়।