নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগম (৭০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (২৫ জুলাই) বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার স্বজনদের সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে বিকেলে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন তিনি। মমতাজ বেগম সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকার স্ত্রী। তার তিন কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে। তাদের মধ্যে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বড়।
বাদ এশা দেওভোগ চেয়ারম্যানবাড়ি জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।