ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেমে কলেজের শিক্ষার্থী নাঈমের মৃত্যুর পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর মতিঝিল, গুলিস্তান, জিরোপয়েন্ট ও রাজপথ।
চালকের গ্রেফতার ও শাস্তির দাবিতে মতিঝিল, গুলিস্তান, জিরোপয়েন্ট ও নগর ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অবরোধের মুখে বন্ধ হয়ে যায় আশপাশের যান চলাচল। এ সময় দুর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ।