রাশিয়ার পশ্চিমাঞ্চলে রায়াজান শহরে একটি সামরিক পরিবহন প্লেন বিধ্বস্ত হয়েছে। শুক্রবার ইলুশন ইল-৭৬ প্লেনটি বিধ্বস্ত হয়ে এর নয় আরোহীর মধ্যে চার জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা আরআইএ এই খবর জানিয়েছে।
আরআইএ জানিয়েছে, আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া আরেক রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানিয়েছে, প্রশিক্ষণের সময় প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আরোহীদের মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।