২৯ আগস্ট (রবিবার) দেশের প্রথম মেট্রোরেলের ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলক চলাচল শুরু করার দিন নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
তবে তার আগে পূর্ব প্রস্তুতি হিসেবে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করেছে বলে জানিয়েছেন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।
তিনি বলেন, আগামী ২৯ আগস্ট সকাল দশটায় ভায়াডাক্টের ওপর টেস্ট রান শুরু হবে। এর ওপর অনেক দিন ধরে কাজ চলছে। কোথাও কোনও অসুবিধা হচ্ছে কিনা, বাধা আছে কিনা- এসব দেখার জন্যই আজকে তারা ভায়াডাক্টে অল্প অল্প করে চালিয়ে দেখেছে।
তিনি আরও বলেন, আজকে মেট্রোরেলের লোকজন হাফ কিলোমিটার হেঁটে হেঁটে গেছে, সঙ্গে ট্রেনও গেছে। এভাবে তারা ভায়াডাক্টে দেখেছে। এতদিন ধরে যে জিনিসটার কাজ হচ্ছে তা সঠিক হচ্ছে কিনা বা সঠিক না হলে কোনও দুর্ঘটনা হতে পারে কিনা, সেটা দেখার জন্যই আজকে ট্রেন চালিয়ে দেখা হয়েছে।