বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরের শেওড়াপাড়া থেকে ১০ নম্বর গোল চক্করের কাছাকাছি এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে এ মিছিল শেষ হয়।
মিছিলে কাফরুল এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা অবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন।