রাজধানীর রমনা এলাকায় ট্রাক চাপায় প্রাণ গেছে নারায়ণগঞ্জের এক যুবকের। রমনায় নিহত যুবকের নাম আব্দুল্লাহ লিমন, বয়স ৩০ বছর।
রমনা থানার ওসি আবুল হাসান আল্টিমেট নিউজকে জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে রমনায় বিচারপতিদের বাসভবনের সামনে বেপরোয়া গতিতে আসা এক ট্রাক লিমনের মোটরসাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হন লিমন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লিমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, মিরপুরে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালিয়ে নারায়ণগঞ্জের বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন লিমন। তার বাসা নারায়ণগঞ্জের গলাচিপা কলেজ রোড এলাকায়। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে। চাষাড়ায় বালুর মাঠ এলাকায় তার ব্যাটারির ডিলারশিপের ব্যাবসা রয়েছে।
ওসি আরো জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি জব্দ এবং ট্রাক চালককে আটক করেছে পুলিশ।