সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপি বলেছেন, বাংলার মানুষ শত শত বছর ধরে একজন মহানায়কের জন্য অপেক্ষা করেছেন। তারা মসজিদ, মন্দির, গির্জায় প্রার্থনা করেছেন। তখনই ‘মুক্তির অগ্রদূত’ হিসেবে এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুরাদ হাসান আরো বলেন, বাংলার মানুষ এদেশে অনেক বংশের শাসন দেখেছে। বাংলার মানুষ হাজার হাজার বছর নির্যাতিত হয়েছে। বাংলার মানুষ রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে। বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মুক্তি’র অগ্রদূত হয়ে ‘পাকিস্তানি হায়নাদের’ হাত থেকে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা, লক্ষ্য বিশ্বের দরবারে আজ মাথা উঁচু করে দাড়িয়ে আছে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠেছে। বঙ্গবন্ধুর আদর্শ, চিন্তা চেতনা, লক্ষ্য আমাদের বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা একটি আধুনিক উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলার প্রত্যয়ে সকলকে এক হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সহকারি কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসিমা নাহাত, পৌর মেয়র মনির উদ্দিন, সরিষাবাড়ী থানার (তদন্ত) অফিসার আব্দুল মজিদ, অনার্স কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহবুবুর রহমান প্রমুখ। এসময় পৌর কাউন্সিল সাখোয়াত আলম মুকুলসহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।