মানিকগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন গোলাম আজাদ খান। ১৪ জুলাই মানিকগঞ্জের পুলিশ সুপার হিসেবে জেলায় যোগদেন তিনি। এরপর বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে জেলার পুলিশ সুপার হিসেবে দ্বায়িত্ব বুঝে নেন গোলাম আজাদ খান। তার মতো একজন চৌকস অফিসার জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করায় খুশি মানিকগঞ্জের স্থানীয় প্রশাসন ও জেলাবাসী।
দীর্ঘ ১ বছর ১০ মাস ১৭ দিন সুনামের সাথে দুদকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার)। এরপর গত ৭ জুন তাকে পুলিশ হেডকোয়াটার্সে সংযুক্ত করা হয়েছিলো।
পরে গত ১১ জুলাই পুলিশ হেডকোয়াটার্সে সংযুক্ত থাকা মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
এর আগে মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার) দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সেবায় পেয়েছেন রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম (বার)।
অত্যন্ত কোমল স্বভাবের ভালো মনের মানুষ হিসেবেই তিনি সর্বমহলে পরিচিত ও প্রশংসিত।