মাথাপিছু আয় বেশি দেখাতে সরকার দেশের জনসংখ্যা কম দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৮ জুলাই) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্প্রতি ঘোষণা হওয়া জনশুমারির প্রাথমিক ফলাফলের ওপর প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এমন অভিযোগ করেন।
তিনি বলেন, এই দেখেন- এখানে মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য জনসংখ্যা কম দেখানো হয়েছে। যেকোনো মানুষ বুঝবে যে, এখানে ১৮ কোটি আমরা হিসাব করি, আমাদের হিসাবে আসে প্রায় ১৮ কোটি মানুষ। সেখানে ১৬ কোটি মানুষ দেখালে তো মাথাপিছু আয় বেশি দেখানোর সুবিধা হবেই।
জনশুমারির গণনা নিয়ে সরকারের মন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, এবার জনশুমারির গণনায় তারাই স্বীকার করেছেন যে, জনশুমারির গণনা সঠিক হয়নি, বাড়ি বাড়ি যায়নি।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু, ফাহিমা নাসরিন মুন্নি, ব্যারিস্টার রুমিন ফারহানা, অমলেন্দু দাস অপু ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।