1. admin@ultimatenewsbd.com : adminsr : Admin Admin
  2. afridhasan.ahb@gmail.com : Shah Imon : Shah Imon
রবিবার, ১৯ মার্চ ২০২৩, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

ভ্যাকসিনের প্রয়োগ শুরু করছে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ১৮৫

নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ৫’-এর প্রয়োগ শুরু করতে যাচ্ছে রাশিয়া। রাজধানী মস্কোর হাসপাতালগুলো থেকে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। খবর- বিবিসি।

চলতি বছরের আগস্টে এই ভ্যাকসিনটির নিবন্ধন করেছিল রাশিয়া।

সংশ্লিষ্টরা বলছেন, এই ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর এবং এর উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কিন্তু তারপরেও এর বিপুল পরিমাণে পরীক্ষামূলক প্রয়োগ চলছে।

জানা গেছে, স্পুটনিক ৫ এর প্রথম দুই ডোজ নিতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিবন্ধন করেছেন। তবে রাশিয়া ঠিক কত ইউনিট প্রস্তুতে সক্ষম সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। উৎপাদনকারীরা কেবল চলতি বছরের শেষ নাগাদ ২০ লাখ ইউনিট প্রস্তুত করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, তার শহরের মোট ১ কোটি ৩০ লাখ মিলিয়ন জনসংখ্যার মধ্যে সবার আগে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে সংযুক্ত কর্মীদেরকে ভ্যাকসিন নেয়ার জন্য বলা হয়েছে।

ভ্যাকসিনের উৎপাদন বাড়লে ক্রমান্বয়ে তা আরও মানুষকে দেয়া হবে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর

© আল্টিমেট কমিউনিকেশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান   ***চলছে পরীক্ষামূলক কার্যক্রম***
Theme Customized BY LatestNews