বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, ভারত তো আমাদের শত্রু না।
শুক্রবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘ফেলানী হত্যা দিবস: আগ্রাসনবিরোধী কনভেনশন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বাংলাদেশের নাগরিকরা সমমর্যাদার ভিত্তিতে বাস করতে চাই। ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। ভারত তো আমাদের শত্রু না। মুক্তিযুদ্ধে তারা আমাদের সাহায্য করেছে। কিন্তু এই সাহায্য করেছে মানবতাবাদে উদ্ধত হয়ে নয়। তারা সাহায্য করেছে চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করার জন্যে।’
তিনি আরও বলেন, ‘ভারতে যান কোনও বাংলাদেশি কিংবা পাকিস্তানি দালাল পাবেন না। পাকিস্তান যান কোনও ভারতীয় দালাল পাবেন না। এই বাংলাদেশ এক দুর্ভাগা দেশ, অসংখ্য ভারতীয় দালালে ভর্তি হয়ে গেছে। আমরা এই অবস্থার অবসান চাই।’
ভারতের চেয়ে বাংলাদেশ পিছিয়ে নেই, মন্তব্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘বিশ্ব সভ্যতায় বাংলাদেশের অনেক অবদান রয়েছে। অনেক বিজ্ঞানী তৈরি হয়েছে। বর্তমানে আমরা নিজের অধিকার নিয়ে বাঁচতে চাই।’
দেশে গনতন্ত্র নেই জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। অথচ দুঃখের বিষয় আজকে দেশে গণতন্ত্র নাই। সমাবেশের স্বাধীনতা নাই, মৌলিক অধিকার নাই। একটা অধিকারবিহীন দেশে আমরা বসবাস করছি।’
অনুষ্ঠানে বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারসহ লেবার পার্টির নেতাকর্মীরা।