কোপা আমেরিকা ফাইনাল খেলায় খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা। কিন্তু খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামের থেকে বেশি উত্তেজনা বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়াতে। তাই যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় পাঁচশ পুলিশ মোতায়েন করা হয়েছে; চলছে সতর্কতামূলক মাইকিংও।
শনিবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা শাহীন জানান, “ইতোমধ্যেই এই খেলা নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তাই জেলা পুলিশ থেকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার নেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে রয়েছে, ফাইনাল খেলা খোলা জায়গায়, বড় স্ক্রিনে, কোনো ক্লাবে বা চায়ের দোকানে দেখার আয়োজন করা যাবে না বা কোন গণজমায়েত করা যাবে না।
বিষয়টি আমারা মাইকিং করে জানিয়ে দেয়া হয়েছে। ফাইনাল খেলার দিন ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশের বিশেষ দল। জেলার ১১৬ জায়গায় পুলিশ রণপাহারা দেবে। সেখানে ৪৬৪ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া চেকপোস্ট ও টহলে থাকবে পুলিশের আরো ৪০টি দল।
তাছাড়া গোয়েন্দা পুলিশ মাঠে থাকবে এবং খেলা শেষে বিজয় মিছিল করতে দেওয়া হবে না বলে তিনি জানান।
গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে খেলা নিয়ে তর্কের জেরে নোয়াব মিয়া (৬০) নামে এক ব্যক্তি মারধরে নিহত হন।