রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিটিসি মোড় নামক স্থানে ব্রজ্রাঘাতে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল পাঁচ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে, স্থানীয়দের থেকে খোঁজ নিয়ে জানা গেছে, মৃত শ্রমিকরা গাইবান্ধার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।