নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্ব ব্যাংকের কোনও গবেষণা বাংলাদেশের ভালোর জন্য কখনও কাজে লাগে নাই । রবিবার (১৯ জুন) ঢাকায় সিরডাপ মিলনায়তনে জাতীয় নদী রক্ষা কমিশন আয়োজিত‘দূষণে বিপর্যস্ত ঢাকার নদ-নদী: সমস্যা ও সমাধান’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
নদীদূষণের কারণে বাংলাদেশের অর্থনৈতিক, পরিবেশগত ও স্বাস্থ্যগত ক্ষতির পরিসংখ্যানের উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখানে বলা হচ্ছে বার্ষিক ক্ষতির পরিমাণ ২৮৩ কোটি ডলার। বিশ্বব্যাংক কী গবেষণা করছে তাও চিন্তা-ভাবনা করার বিষয় । বিশ্বব্যাংকের কোনও স্টাডি বাংলাদেশের ভালোর জন্য কখনও কোনও কাজে লাগেনি।
তিনি আরও বলেন, এসব স্টাডি করার সক্ষমতা আমাদের রয়েছে। আমরা যে স্টাডিটা করবো সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। স্টাডি রিপোর্টের ক্ষেত্রে বিদেশি নির্ভরতা কমাতে হবে। আমাদের দেশের ট্যালেন্টদের মান কাজে লাগাতে হবে।
বিশ্ব ব্যাংকের সম্পর্কে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যখন ১৯৯৬ সালে ক্ষমতায় ছিলেন বিশ্ব ব্যাংক বলেছিল কৃষি খাতে ভর্তুকি দেওয়া যারে না । তিনি কিন্তু সে কথা শোনেননি । বিশ্ব ব্যাংক কিন্তু তখন স্টাডি করে দেখিয়েছিল ভর্তুকি দিলে সরকার কী ক্ষতির সম্মুখীন হবে।
তিনি বলেন, বিশ্ব ব্যাংক কার কথায় কী করেছে? তারা পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছিল। আবার আফসোস করে বলেছে অর্থায়ন থেকে সরে আসা তাদের ভুল ছিল।
তিনি বাংলাদেশর নদী-নালা, খাল-বিল রক্ষায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় নদী রক্ষা কমিশনের কমিটিগুলোকে জনসচেতনতার বিষয়ে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের এক্সিকিউটিভ ডিরেক্টর জিল্লুর রহমান এবং নদী রক্ষা কমিশনের উপপ্রধান (মরফোলজিস্ট) এম এম মহিউদ্দিন কবীর মাহিন।