আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে এলে প্রধানমন্ত্রীর চা খাওয়ানোর কথাটি ছিল পলিটিক্যাল হিউমার।
সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপিকে চা খাওয়ার দাওয়াতের কথা বলে আসলে সংলাপের দরজা খুলতে চাইছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন, এ তো পলিটিক্যাল হিউমার। যেমন খালেদা জিয়াকে টুপ করে ফেলে দেওয়ার কথাটি হিউমার। তারা ঘেরাও করবে, আন্দোলন করবে—এটারই জবাবে হিউমারের দিক থেকে বলেছেন।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুলরা ঘেরাও করতে এলে চা খাওয়ালে অসুবিধা কী?’