গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের বালুয়া বাজারের চায়না কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাহবুবুর রহমান (২৫), করিম মিয়া (৪০) ও ভুট্টু মিয়া (৩৬)। তাদের সবার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী পায়েল পরিবহনের একটি বাস বালুয়া বাজারের চায়না কোম্পানির সামনে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে নিহতদের লাশ উদ্ধার করে।