1. admin@ultimatenewsbd.com : adminsr : Admin Admin
  2. afridhasan.ahb@gmail.com : Shah Imon : Shah Imon
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

বান্দরবানে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৫৭

বান্দরবানের পাহাড়ে গুলিবিদ্ধ চার যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

রোববার (৬ মার্চ) রোয়াংছড়ি ও রুমা উপজেলার মধ্যবর্তী তারাছা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মংবাইতং পাড়া এলাকার নদীর দক্ষিণপাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতের পরিচয় শনাক্ত করা না গেলেও সবার বয়স ২২ থেকে ৩৫ এর মধ্যে বলে ধারণা করা হচ্ছে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ২টায় দুপক্ষের মধ্যে গোলাগুলি বিনিময় হয়। তখন ঘর থেকে ভয়ে কেউ বের হয়নি। পরে খবর পেয়ে দিনগত রাত ৩টার দিকে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মরদেহগুলো উদ্ধার করে। এরা মগ লিবারেশন পার্টির সদস্য বলে ধারণা করা হচ্ছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলিবিদ্ধ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর

© আল্টিমেট কমিউনিকেশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান   ***চলছে পরীক্ষামূলক কার্যক্রম***
Theme Customized BY LatestNews