বুধবার (০৭ জুলাই) দুপুরে ভার্চুয়াল অনুষ্ঠানে মুজিব শতবর্ষ উপলক্ষে তথ্য অধিদফতর সংকলিত ‘অনশ্বর বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচনকালে প্রতিমন্ত্রী একথা বলেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুই প্রথম নির্যাতিত, শোষিত বাঙালি জাতিকে একটি স্বাধীন স্বদেশ ভূমি উপহার দিয়েছেন। তিনি আমাদের মহান মুক্তির দূত। চেতনার আলোক শিখা, প্রেরণার সুউচ্চ মিনার। তাই জাতি দ্বিধাহীন উচ্চারণ করছে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’।
প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান আরো বলেন, এ রক্তস্নাত ভূমিতে স্বাধীনতার জন্য অনেকেই সংগ্রাম করেছে। এখানে হাজং বিদ্রোহ হয়েছে,সাঁওতাল বিদ্রোহ হয়েছে, তিতুমীর বাঁশেরকেল্লা গড়েছে, ফকির মজনু শাহ সন্ন্যাস বিদ্রোহ করেছে। কিন্তু কেউ জাতিকে মুক্ত স্বদেশ উপহার দিতে পারেনি। বাঙালী জাতির মুক্তির মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে শুধু মুক্তির পথই দেখাননি, স্বাধীন-সার্বভৌম একটি দেশ উপহার দিয়েছেন।
অনুষ্ঠানে আরো অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড.হাছান মাহমুদ, সচিব মো: মকবুল হোসেন, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এবং পিআইডি’র জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।