ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনির বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ বিপুল পরিমান মাদক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে নায়িকা পরীমনিকে।
বুধবার (৪ আগস্ট) বিকেলে ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে নায়িকা পরীমনির বাসায় অভিযান শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে অংশ নেয় র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন র্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।
র্যাব জানায়, পরীমনির বাসা থেকে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়েছে। তাকে র্যাবের সদরদফতরে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে।
পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়েছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।