‘বঙ্গবাজার মার্কেটের অগ্নিকাণ্ডের দায় সরকার ও তার বিভিন্ন সংস্থার’ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে, বেশি কিছু দিন আগে সেখানে (বঙ্গবাজার মার্কেটে) সিটি করপোরেশন— এটাকে ঠিক নিরাপদ নয়… এই ধরনের ঘোষণা দিয়ে, সেখানে খালি করার জন্য তাদেরকে বলেছে যে, ঠিক করা উচিত। কিন্তু নো-বডি টুকেন ইন্টারেস্ট… কারও যেন কোনও মাথা ব্যথা নেই।’
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। গত ৪ এপ্রিল (মঙ্গলবার) বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
বঙ্গবাজার প্রসঙ্গে ফখরুল বলেন, ‘একটা কাঠের স্ট্রাকচার বলা যায়। সেটা মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে রেখে সরকার বলুন, সরকারের যে সব সংস্থা আছে, যারা এসবের দায়িত্বে রয়েছে, তারা বা সিটি করপোরেশন কেউই কিন্তু এই দায়িত্বটা পালন করেনি। আমরা মনে করি, সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর উদাসীনতা, অযোগ্যতা, দুর্নীতি ও নজরদাবির অভাবের কারণে এ ধরনের ভয়াবহ পরিণতির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।’
সিদ্দিক বাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সিদ্দিক বাজারে কিছু দিন আগে যে ঘটনা ঘটেছে, তাতে ২১ জনের প্রাণ গেছে। এখানে (বঙ্গবাজার মার্কেট) আল্লাহর রহমতে কারও প্রাণ যায়নি। কিন্তু যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেটা ভয়ংকর। এই নিম্নআয়ের মানুষগুলো অথবা সাধারণ ব্যবসায়ীদের প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করেছে, অনেকে নিঃস্ব হয়ে গেছেন এবং সেটা ঈদের আগে, যখন তাদের সর্বস্ব পুঁজি বিনিয়োগ করেছে।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘কী দুর্ভাগ্য এদেশের যে, এত উন্নয়ন, চতুর্দিকে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। অথচ অগ্নি নির্বাপণের জন্য যে আধুনিক ব্যবস্থা করা দরকার, সেই ব্যবস্থাগুলো এখানে নেই। আগুন লাগার সঙ্গে সঙ্গে যে কাজগুলো ফায়ার ব্রিগেড করতে পারে, সেই ইকুইপমেন্টস-ই তাদের নেই। এটা ফায়ার ব্রিগেডের দোষ না। এটা হচ্ছে যারা সরকার চালাচ্ছে, যারা এরজন্য দায়ী আছে, তারা জনসাধারণের সেবার জন্য যে কাজগুলো দরকার, সেটাকে তারা গুরুত্ব দেয় না।’
‘তাদের গুরুত্ব হচ্ছে কোন খানে তারা কমিশন বেশি, কোন খানে তাদের টাকা উপার্জন বেশি হবে, সেগুলোতে তাদের প্রায়োরিটি। আমরা মনে করি, এটার জন্য দায়ী সম্পূর্ণ সরকারের। এ দায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিত।’