জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষীকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
রবিবার (১৫ আগস্ট) সকালে নগরীর চাষাঢ়া বিজয়স্তম্ভে ওই পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।