জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে বিশেষ দোয়া মাহফিল ও এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন-র্যাব।
এ উপলক্ষে শুক্রবার (১৮ মার্চ) জুমার নামাজের পর সারা দেশে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজধানীর মোহাম্মদপুরের বসিলা জামিয়া ইসলামিয়া চর ওয়াশপুর মাদ্রাসা, ফয়জুল উম্মুল পুরুষ ও মহিলা মাদ্রাসা, বুশরা পুরুষ ও মহিলা মাদ্রাসা, মারকাযুস সুন্নাহ মেট্রো হাউসিং এতিমখানাসহ পাঁচ শতাধিক দুস্থ অসহায় মানুষ ও এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন। খাবার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ইমতিয়াজ আহমেদ, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র্যাবের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।