সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আগামী সোমবার (৭ ডিসেম্বর) ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
ওইদিন বিকেল সাড়ে তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের স্বাক্ষরিত একটি নোটিশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া ওই নোটিশে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আগামী সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
সভায় উভয় বিভাগের বিচারপতিদের অংশ নেওয়ার জন্য প্রধান বিচারপতির নির্দেশক্রমে সবিনয়ে অনুরোধ করা হয় বলে নেটিশে উল্লেখ করেন রেজিস্ট্রার জেনারেল।