প্রবাসীদের হয়রানি বন্ধে ডিসিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘প্রবাসীরা দেশে এলে নানাভাবে হয়রানির শিকার হন। জমি বেদখল হয়ে যায়, ম্যারেজ সার্টিফিকেট পেতে হয়রানির শিকার হন। পাসপোর্ট পান না। এসব হয়রানি বন্ধ করতে হবে। ডিসিরা যাতে প্রবাসীদের সেবা দেন, তারা যেন হয়রানি না হন সেদিকে খেয়াল রাখতে হবে।’
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এক অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। অনেক সময় স্থানীয়ভাবে যে কাজ করা যায়, তা সেখানে না করে ঢাকায় পাঠানো হয়। এটা ঠিক নয়। এলাকায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনার জন্ম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’