বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের কর্মকর্তা তথ্য অধিদফতরে কর্মরত অতিরিক্ত প্রধান তথ্য অফিসার (প্রশাসন ও প্রেস) মো. শাহেনুর মিয়াকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে আর্থিক ক্ষমতাসহ প্রধান তথ্য অফিসার (পিআইও) এর দায়িত্ব দেওয়া হয়েছে।
তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকারের চুক্তির মেয়াদ বুধবার (১৪ জুলাই) শেষ হওয়ার প্রেক্ষিতে প্রশাসনিক কাজের স্বার্থে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
শাহেনুর মিয়া ১৩তম বিসিএসের একজন কর্মকর্তা। তিনি ১৯৯৪ সালে বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারে যোগদান করেন। চাকরি জীবনে তিনি গণযোগাযোগ অধিদপ্তরের মাঠ পর্যায় ও সদর দপ্তর, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
তথ্য অধিদফতরে ২০০৩ সাল থেকে বিগত ১৮ বছর ধরে সংবাদকক্ষ, প্রটোকল, সমন্বয় শাখার দায়িত্বসহ সিনিয়র ডিপিআইও এবং অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেন তিনি। শাহেনুর মিয়া শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।