১২০ কোটি টাকা ব্যয়ে একটি পানি সরবরাহ প্রকল্প করতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা কর্তৃপক্ষ। সেই প্রকল্পের জন্য ব্যক্তিগত টাকায় জমি কিনে দিচ্ছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
জানা গেছে, ৪৮ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৩২ শতাংশ জমি কিনছেন আইনমন্ত্রী। বৃহস্পতিবার (২৮ জুলাই) জমি কেনার বায়নাপত্র দলিল হয়েছে। জমিটি পৌর এলাকার তারাগনে অবস্থিত। ওই জমির মালিক পৌর এলাকার রাধানগরের সুজন বনিক ও রাজন বনিক।
ওই দুই ভাই বৃহস্পতিবার মন্ত্রীর নামে ১০ লাখ টাকার বায়নাপত্র দলিল করে দিয়েছেন। জমির মোট মূল্য ৪৮ লাখ টাকা। চূড়ান্ত দলিল সম্পাদন করে আখাউড়া পৌরসভাকে জায়গাটি দান করে দেবেন মন্ত্রী।
আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা কয়েকধাপে পানি সরবরাহ প্রকল্পটি বাস্তবায়ন করবো। এ লক্ষ্যে একটি জমিতে প্রথম ধাপের কাজ শুরু করা হয়। কিন্তু মামলা সংক্রান্ত কারণে ওই জমিতে কাজ করা যাচ্ছে না। এ অবস্থায় মন্ত্রীর সঙ্গে পরামর্শ করলে তিনি ব্যক্তিগত টাকায় জমি কিনে দেবেন বলে জানান। এরই আলোকে মন্ত্রীর নামে জমির বায়নাপত্র দলিল হয়েছে। চূড়ান্ত দলিল হওয়ার পর তিনি জমিটি আমাদেরকে দান করবেন।’