অবিলম্বে পানি ও ওষুধের মূল্য কমানোর দাবি জানিয়েছে বিএনপি। সোমবার (১৮ জুলাই) অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এমন দাবি জানানো হয়েছে। এর প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো মহানগর এবং ওয়ার্ড পর্যায়ে প্রতিবাদ সভা করবে।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা ওয়াসার পানির দাম আবারও ৫ শতাংশ বাড়ানোয় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটি বলছে, এ নিয়ে গত ১৪ বছরে অন্তত ১৫ বার পানির দাম বাড়ানো হলো, অথচ ঢাকায় নাগরিকেরা শতকরা ৪০ ভাগও সুপেয় পানি পায় না। তার ওপর ওয়াসার পানি ময়লা ও জীবাণু যুক্ত হওয়ায় পান করার অযোগ্য।
সভায় অবিলম্বে পানির দাম কমিয়ে সহনীয় পর্যায়ে আনা এবং পানির গুণগত মান বৃদ্ধি করার দাবি জানানো হয়। একই সঙ্গে ওষুধ প্রশাসন অধিদফতরের ৫৩টি অত্যাবশকীয় ওষুধের মূল্য বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধেও ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।
মির্জা ফখরুল জানান, সভা থেকে বন্যার কারণে স্থগিত দলের সাংগঠনিক কার্যক্রম পুনরায় শুরু করার আহ্বান জানানো হয়েছে।