1. admin@ultimatenewsbd.com : adminsr : Admin Admin
  2. afridhasan.ahb@gmail.com : Shah Imon : Shah Imon
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১২:১৪ অপরাহ্ন

পদ্মা সেতুতে জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল

নিজস্ব প্রতিবেদক, ultimatenewsbd.com
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৮৫

পদ্মা সেতুর নিরাপত্তায় সেনাবাহিনী কাজ করছে বলে জানিয়েছেন সেতুর ইঞ্জিনিয়ার সাপোর্ট অ্যান্ড সেফটি টিমের সমন্বয়ক লে. কর্নেল মো. রবিউল আলম। তিনি বলেছেন, ‘পদ্মা সেতুতে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড থেকে ভ্রাম্যমাণ টহল জোরদার করা হয়েছে’।

সোমবার (২৭ জুন) বিকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় এ প্রেস ব্রিফিং করে সেতুর নিরাপত্তার সার্বিক তথ্য তুলে ধরেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- ২৫ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. ফাহিম মাহবুব।

রবিউল আলম বলেন, ‘শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী সেতু উদ্বোধন করেন। ২৬ জুন ভোর থেকে জনসাধারণের জন্য সেতু উন্মুক্ত করা হয়। উদ্বোধনের পর থেকে নিরাপদে যান চলাচলের জন্য বিবিএ ও সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাওয়া জাজিরা প্রান্তে সেতুর গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও মালামাল রয়েছে। উদ্বোধনের পর থেকেই সেনাবাহিনী ও সেতু কর্তৃপক্ষ নিরলসভাবে সঠিকভাবে যানবাহন চলাচলের জন্য চেষ্টা করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘সেতুতে যানবাহন থামিয়ে মানুষ নেমে নেমে সৌন্দর্য অবলোকন করছেন এবং ছবি ভিডিও ধারণ করছেন। এতে সেতুতে তীব্র যানজটসহ দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়াও সেতুর ওপর রক্ষিত গুরুত্বপূর্ণ মালামাল ও যন্ত্রপাতির ক্ষতি হচ্ছে। এমতাবস্থায় রবিবার বিবিএর অনুরোধে এভোক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট ও সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড থেকে ভ্রাম্যমাণ টহল জোরদার করা হয়েছে। উভয় প্রান্তের টোল প্লাজায় মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সেতুতে গাড়ি থামানো ও না নামার বিষয়ে বলা হচ্ছে। এ ছাড়াও ডিউটি পোস্টের মাধ্যমে সেতুতে কেউ যেন হেঁটে উঠতে না পারে তা নিশ্চিত করা হচ্ছে।’

এই সেনা কর্মকর্তা বলেন, ‘পদ্মা সেতু আমাদের দেশের সম্পদ। এই সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। আসুন সবাই মিলে আমাদের জাতীয় সম্পদ রক্ষা করি। সেনাবাহিনী, সেতু কর্তৃপক্ষ ও পুলিশের মাধ্যমে পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করবো।’

মোটরসাইকেল কবে থেকে চলাচল শুরু হবে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিষয়টি এখনও জানি না। আশা করছি, সেতু কর্তৃপক্ষ সিদ্ধান্তটা আপনাদের জানিয়ে দেবে।’

মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজার ইনচার্জ ও সেতুর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন বলেন, ‘সোমবার কিছু সংখ্যক মোটরসাইকেল সেতু পার হওয়ার জন্য টোল প্লাজায় আসেন। সরকারের নির্দেশনা মোতাবেক সেতুতে মোটরসাইকেল পারাপার বন্ধ রয়েছে। সেতুর নিরপত্তায় কাজ করছে সেনাবাহিনী। গাড়ির তেমন চাপ নেই।’

লৌহজং এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস হোসেন বলেন, ‘সকাল থেকে মোটরসাইকেল পারাপার বন্ধ রয়েছে। সেতু এলাকায় পুলিশ টহল দিচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী। আইন ও নিয়ম মানতে মাইকিং করছে সেনাবাহিনী। সেতুতে মোটরসাইকেল কিংবা মাঝ সেতুতে উঠে কেউ ছবি তুললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© আল্টিমেট কমিউনিকেশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান   ***চলছে পরীক্ষামূলক কার্যক্রম***
Theme Customized BY LatestNews