1. admin@ultimatenewsbd.com : adminsr : Admin Admin
  2. afridhasan.ahb@gmail.com : Shah Imon : Shah Imon
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন

নেতাকর্মীদের উপর গুলিবর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বরিশাল আওয়ামী লীগের নেতারা

নিজস্ব প্রতিবেদক, ultimatenewsbd.com
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৭১

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের বাসভবন প্রাঙ্গণে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর গুলি বর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাতের বেলাতেই হয়ে থাকে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন কোনও ভুল করেনি। বরং উপজেলা নির্বাহী কর্মকর্তা সিটি করপোরেশনে কাজে বাধা দিয়েছেন।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, ‘সেখানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোনও হামলা চালায়নি। এখানে কারও হাত রয়েছে। কিন্তু পুলিশ ইউএনও-এর নির্দেশে নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে। তাতেও ক্ষান্ত হয়নি। তাদের ওপর অমানুষিক লাঠিচার্জ করেছে। এতে অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।’

বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা বুধবার (১৮ আগস্ট) রাতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার এবং ইউএনও-এর প্রত্যাহার দাবি করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলার নেতৃবৃন্দ জানান, শোকের মাস বলে তারা ধৈর্য ধারণ করছেন। পরবর্তী সময়ে তারা সিদ্ধান্ত নেবেন এবং রাজনৈতিকভাবেই এই তাণ্ডবের জবাব দেবেন।

সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ উপস্থিত ছিলেন না। এছাড়া মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার রাত সাড়ে ১০টায় বরিশাল সিটি করপোরেশনের ২০ থেকে ২৫ জন কর্মচারী নগরের সিঅ্যান্ডবি রোডে উপজেলা পরিষদ এলাকায় গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতার শুভেচ্ছা ব্যানার অপসারণের কাজ শুরু করে। এ সময় ইউএনও-এর কার্যালয় ও সরকারি বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা তাদের পরিচয় জানতে চান। এরপর তারা সকালে এসে কাজ করার জন্য বলেন। এ সময় সিটি করপোরেশনের কর্মচারীদের সঙ্গে দায়িত্বরত আনসার সদস্যদের বাগবিতণ্ডা হয়। খবর পেয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী সেখানে যান। পরে সেখানে আনসার সদস্যদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহও সেখানে উপস্থিত হন। এ সময় নেতাকর্মীরা ইউএনও-এর বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়েন আনসার সদস্যরা। হামলা ও সংঘর্ষে গুলিবিদ্ধ হন ওসি ও প্যানেল মেয়রসহ সাতজন। এছাড়া পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৩০ জন আহত হন। বুধবার রাতের এ ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ও অতিরিক্ত ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মাঠে নামানোর সিদ্ধান্ত হয়েছে।

ওই ঘটনায় আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকশ’ জনকে আসামি করে সদর উপজেলার ইউএনও একটি এবং পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছে। দুই মামলায় মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবুসহ ১২ জনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© আল্টিমেট কমিউনিকেশন লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান   ***চলছে পরীক্ষামূলক কার্যক্রম***
Theme Customized BY LatestNews