নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৫ জুলাই) রাতে এক শোকবার্তায় মরহুমার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
রোববার (২৫ জুলাই) বিকেলে দেওভোগে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মমতাজ বেগমের (৭৩) মৃত্যু হয়। খবর পেয়ে মেয়রের বাড়িতে ছুটে যান রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সিটি মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর মায়ের মৃত্যুতে সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গণমাধ্যমে শোকবার্তায় মরহুমার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।