নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায় আগামী ১৪ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন সব ধরনের বৈধ অস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ অস্ত্র বহন করলে জেলা পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
জেলা প্রশাসক আরও জানান, ১৪ জানুয়ারি (শুক্রবার) সকাল ৮ থেকে ১৮ জানুয়ারি (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিটি নির্বাচনে প্রভাব বিস্তারকারী ও অবৈধ অস্ত্রধারীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনের নির্দেশনায় ১৪ জন ম্যাজিস্ট্রেট নিয়মিত কাজ করছেন।
আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। এ সিটির নির্বাচন ইভিএমে হবে। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭ জন।