নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। গাড়ি নিয়ে টহল দিচ্ছে র্যাব।
শুক্রবার রাত দশটা থেকে নগরীর প্রবেশ পথ চাষাড়া পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন কাউকে পেলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, সিটি নির্বাচনকে ঘিরে নগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহিরাগতদের নগরীতে প্রবেশ ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
তিনি আরও বলেন, ভোটের দিন এবং আগে ও পরে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। ভোটের দিন ১৯২টি কেন্দ্রে পাঁচ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।