নারায়ণগঞ্জে ‘লকডাউনের’ চতুর্থ দিন কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ জুলাই) দুপুরের পর থেকে চাষাঢ়ায় প্রবেশপথসহ বিভিন্ন স্থানে অবস্থান নেন সেনা সদস্যরা।
এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্যরাও ‘লকডাউন’ বাস্তবায়নে কাজ করছেন।
জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলেই তাকে ভ্রাম্যমাণ আদালতের মামলা ও জরিমানা গুনতে হচ্ছে। করোনা ভাইরাস মোকাবিলায় চলমান এ কার্যক্রম আরো কঠোরভাবে চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।
তিনি জানান, কোনোভাবেই ‘লকডাউন’ না মেনে বিভিন্ন অজুহাতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে কাউকে ছাড় দেওয়া হবে না। অবশ্যই সবাইকে ‘লকডাউন’ মেনে চলতে হবে। কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে তাকে শাস্তির আওতায় আনা হবে। ইতোমধ্যে এ কার্যক্রম চলছে।