নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় কন্টিনেন্টাল খাবারসহ প্রায় সব ধরনের খাবারের সমাহার নিয়ে আনুষ্ঠানিক পথচলা শুরু করলো “লেভেল সেভেন” রেস্টুরেন্ট।
শুক্রবার (৮ এপ্রিল) বাদ জুম্মা মিলাদ ও দোয়ার মাধ্যমে নগরীর প্রাণকেন্দ্র চাষাড়া বালুর মাঠ এলাকায় (ইসলামিক হার্ট সেন্টার হাসপাতালের বিপরীত পাশে) সাহেরা জামান এম্পোরিয়াম নামক ভবনের ৭ তলায় রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সাউদ বিন আলম আলভী জানান, নারায়ণগঞ্জের বাসিন্দাদের ভিন্ন স্বাদের খাবার উপহার দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের এ রেস্টুরেন্টে পরিবার পরিজন নিয়ে মনোরম পরিবেশে সকল প্রকার কন্টিনেন্টাল খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন সবাই। কাষ্টমারদের কথা মাথায় রেখে সুন্দর পরিবেশে তুলনামূলক কমদামে মানসম্মত খাবার পরিবেশন করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দসহ শহরের গণ্যমাণ্য ব্যক্তিরা।